• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নড়াইলে স্কুল থেকে চুরি হওয়া ৩৯টি ল্যাপটপ প্রজেক্টর,ফ্যানসহ মালামাল উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২৩

এস এম হালিম মন্টু নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ৩৯টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর, ৭২টি ফ্যানসহ বিপুল পরিমান মালামালসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস বিফিং এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মোছা সাদিরা খাতুন এক প্রেস বিফিং এ জানান, গত ২৬জানুয়ারি রাতে লোহাগড়ার বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের গ্রিল কেটে সরকারের আইসিটি বিভাগ থেকে দেয়া ১৭টি ল্যাপটপ ও ১৫ চার্জার, ১৬মার্চ সদরের মালিডাংাগা সঃ প্রাথমিক বিদ্যালয় থেকে ১টি ল্যাপটপ , ১টি প্রজেক্টর, ১টি প্রিন্টার, ১টি সাউন্ড বক্স,১২টি সিলিং ফ্যান ও ১টি ফিঙ্গার প্রিন্টার, ১৭ মার্চ চাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও নগদ ১০ হাজার টাকা এবং একই রাতে হবখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২টি সিলিং ফ্যান চুরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার (২২মার্চ ) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহরের ভওয়াখী এলাকার ভাড়াটিয়া শহিদুল ইসলাম, রিজু সরদার, সোহবান মোল্যা, মতিউর রহমান, আরমান মোল্যা ও নেপাল দাসকে কে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে চোরাইকৃত ৩৯টি ল্যাপটপ,ল্যাপটপের চার্জার ১৪টি,সিলিং ফ্যান ৭২টি, প্রজেক্টর ৪টি, প্রিন্টার ৩টি ,স্ক্যানার ১টি,মিনি সাউন্ড বক্স ১৬টি,কম্পিউটার বক্স ২টি,কিবোর্ড ৩টি ও মাউচ ২টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া, সদর থানার ওসি মোঃ ওবাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ সাজেদুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads